বাবার জানাজায় এসে আইফোন চুরি হয়েছে দেশের জনাপ্রয় কণ্ঠশিল্পী মনির খানের। বুধবার বেলা ১১ টার দিকে মহেশপুর আজমপুর ইউনিয়নের মদনপুরে নিজ গ্রামে বাবা মাহবুব আলী খানের নামাজে জানাজায় এ ঘটনা ঘটে।তিনি নিজেই গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। আজমপুর ইউনিয়নের মেম্বার তরিকুল ইসলাম জানান, দেশের জনাপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টারদিকে মদনপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্রাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘ ৬ মাস অসুস্থতাজনিত কারণে বেড রেস্টে ছিলেন। মৃত্যুর সময় মাহবুব আলীর বয়স হয়েছিল ১০১ বছর। বুধবার সকাল ১০ টার দিকে জানাজার পর কণ্ঠশিল্পী মনির খানের বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।