অভয়নগরে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:১১ পিএম
অভয়নগরে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব। বুধবার বেলা ১২টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের নানা বিষয়ে আলোচনা হয়। এসময় হাসপাতাল অভ্যন্তরে দালালদের দৌরত্ম, টেষ্ট বানিজ্য, ওষুধ কম্পানির প্রতিনিধিদের ডাক্তারের চেম্বারে অনুপ্রবেশ, ভবনের বেহালদশা ও ডাক্তার কর্তৃক রোগীদের সাথে অসাদাচরণের বিষয়ে কর্তৃপক্ষকে যথাযত ব্যবস্থা গ্রহনের আহবান জানান সাংবাদিকরা। জবাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দ্রুত এসকল বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এসএম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন হূদয়, সদস্য সাকিব জিকো, রাজয় রাব্বি, আশরাফুল আলম লিপু, তাওহীদ হাসান উসামা, রনজিত মল্লিক প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে