এসো দেশ বদলাই, পৃথিবীবদলাই এই স্লোগানকে সামনে রেখে রংপুর মহানগরীতে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী তারুণ্যেরপিঠা উৎসব।বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরিরমাঠে এবারের পিঠা উৎসবের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।তিনি বক্তব্যে বলেন, আমাদের এই স্বাধীন দেশকে উন্নতহিসেবে গড়ে তুলতে হবে। আমাদের যুব সম্প্রদায়কে নানা ধরনের গ্রামীণ খেলাধূলা এবংসংস্কৃতির সাথে যুক্ত করতে হবে। বাঙালি হিসেবে পিঠার প্রতি আমাদের যে জায়গা সেটাওআমাদের বুঝতে হবে। কিন্তু ধীরে ধীরে তার অনেকটা হারাতে বসেছে”। এজন্য আজকের এই পিঠাউৎসবের আয়োজন। যা আগামীতে অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুলমান্নান, রংপুরের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, মহিলা অধিদপ্তররংপুরের উপ-পরিচালক সেলোয়ারা বেগমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ ওগণমাধ্যমকর্মীরা।প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই পিঠাউৎসবের আয়োজন করেন রংপুরের জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এবারের উৎসবে ৪২টিস্টলে বিভিন্ন ধরণের পিঠা নিয়ে বসেছে উদ্যাক্তা। পরে অতিথিরা পির্ঠার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।