রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১

রংপুরেমিঠাপুকুর উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চারটি যাত্রীবাহী চারটি বাস দুর্ঘটনার কবলেপড়েছে। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।অপরদিকে বুধবার(২২ জানুয়ারি) দুপুরে পীরগাছা- সুন্দরগঞ্জ সড়কের মাহিগঞ্জ বকসী এলাকায় পিকআপের ধাক্কায়আনোয়ারা বেগম (৬২)  নামের এক পথচারি নিহতহয়েছে। এঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতিনিয়ন্ত্রণে আনেন। নিহত রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বকসি এলাকার মনছুরআলীর স্ত্রী।এর আগে বুধবারভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট এলাকায় মহাসড়কে ঢাকা থেকে ছেড়েআসা আরবিএস ট্রাভেলস, রানী পরিবহন ও অপু পরিবহনসহ যাত্রীবাহী আরেকটি বাস জায়গীরমহাসড়কে (চায়না কোম্পানি সংলগ্ন এলাকা) পৌঁছালে ঘন কুয়াশা কারণে নিয়ন্ত্রণ হারিয়েফেলে। এ সময় একে একে চারটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসগুলোর সামনের গ্লাস ভেঙে গেছেএবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছেন।ঘটনার সত্যতানিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনারখবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বাসগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে