কালীগঞ্জে পুকুর খনন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:৪২ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
কালীগঞ্জে পুকুর খনন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

পুকুর খননের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৭ জন আহতসহ ৫টি বাড়ী, ৩টি মটর সাইকেল ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আহতদেরকে কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে রাতেই থানা পুলিশের ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার রাখালগাছী ইউনিয়নের চানপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলার মৎস ব্যবসায়ী খোকন মিয়া চানপুর গ্রামের মাঠের ৬ বিঘা জমির পুকুর খননের সিদ্ধান্ত নেয়। সোমবার সকালে তিনি ভেকু গাড়ী নিয়ে ওই জমিতে মাটি কাটতে যান। এ সময় এলাকার লোকজন তাদের বাধা দিলে প্রথমে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্ষায়ে পুকুর খননের পক্ষে ও বিপক্ষে দু পক্ষ গোলযোগ করে। এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়াতে বিষয়টি নিয়ে উভয়েই রাতে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। সে মোতাবেকই মঙ্গলবার রাত ১০ টার দিকে গ্রামের লোকজন জড়ো হতে শুরু করে। কিন্তু বৈঠক শুরুর আগেই পুকুর খনন পক্ষের লোকজন লাঠিসোঠা জড়ো হতে থাকে। এ সময় গ্রামবাসী পালিয়ে এসে তারা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে রাত ১ টা পর্ষন্ত সংঘষ হতে থাকে। এতে চানপুর গ্রামেন আকরাম হোসেন, সবুজ হোসেন, রায়হান মিয়া ও সোহান হোসেন সহ উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে ৩ টি মটর সাইকেল ও ৬টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করা হয়। আহতদেরকে রাতে কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এলাকায় সামাজিক দুটি পক্ষের বিরোধে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, এখনো কোন পক্ষই কোনো অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে