ছাত্রলীগকে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা

এফএনএস ( মো. রানা আহম্মেদ (অভি); ইবি, কুষ্টিয়া) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:৫০ পিএম
ছাত্রলীগকে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রমে গোপনে অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপনে অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে যেন বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে