বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আতিকুর রহমান আল-আমিন এর নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধির দল।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা আনুষ্ঠানিক ভাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের লক্ষ্যে বাবুগঞ্জের মানুষের জন্য কাজ করতে এসেছি আপনাদের সহযোগীতা নিয়ে সুন্দর ভাবে কাজ করতে চাই সে ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগীতা করবেন।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আল আমিন উপজেলা প্রশাসনকে সকল প্রকার ভাল কাজের সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎ কালে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।