যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনের জন্য সোমবার সকালে জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাতসহ অন্যান্যরা। সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।