লাখ টাকা মূল্যের গরু মাত্র ৩০ হাজার টাকায় স্থানীয় মাংস বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। অসুস্থ গরুটি গাড়িতে ওঠানোর আগেই মারা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে গৃহস্তের বাড়ির পাশে বসেই তড়িঘড়ি করে মরা গরুটি জবাই করে ট্রলিযোগে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেছেন মাংস বিক্রেতারা।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের। সোমবার দুপুরে স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, ওই এলাকার বাসিন্দা পলাশ দাসের একটি গরু অসুস্থ হয়ে পরলে উপজেলার কসবা এলাকার আলামিন নামের এক মাংস বিক্রেতাকে খবর দেওয়া হয়। লাখ টাকা মূল্যের গরুটি মাত্র ৩০ হাজার টাকায় আলামিনের কাছে বিক্রি করা হয়েছে। গরুটি ট্রলিতে ওঠানোর আগেই মারা যায়। পরে তড়িঘড়ি করে মরা গরুটি জবাই করে মাংস নিয়ে যায় ক্রেতারা। গরুর মালিক পলাশ দাস বলেন, গরুটি অসুস্থ ছিলো। যা গৌরনদী পৌর এলাকার কসবা গ্রামের আলামিন নামের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। গরুটি তার বাড়ি থেকে বের করার পর কি হয়েছে তা তার জানা নেই।
গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান ফরিদ বলেন, গরুটির পেটে গ্যাস ও শ্বাষকষ্টজনিত সমস্যা ছিলো। খবরপেয়ে আমি চিকিৎসা দিয়েছিলাম। পরে কি হয়েছে তা আমার জানা নেই। তিনি আরও বলেন, গরু জবাই করতে হলে প্রত্যয়ন নিতে হয়। আমার কাছ থেকে কেউ প্রত্যয়ন নেয়নি। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।