পাবনার চাটমোহরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান শাকিল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী,সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন,পৌর বিএনপির আহবায়ক এ এম জাকারিয়া,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,ভিপি সেলিম রেজা,বিএনপি নেতা সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ,বীর মুক্তিযোদ্ধা ইগ্নসিউজ গমেজ,উপজেলা জামায়াতের আমীর মওলানা আঃ হামিদ,সেক্রেটারী মওলানা হাবিবুর রহমান,ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ। এসময় বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,সুধিজন উপস্থিত ছিলেন।