পাবনার চাটমোহরে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ছাইকোলা থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে আঃ মজিদ শেখ (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলমের নেতৃত্বে এএসআই রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ছাইকোলা এলাকায় অভিযান চালিয়ে আঃ মজিদকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার আঃ মজিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।