শাহরাস্তি প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় জনগণের চরম ভোগান্তি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০২:২০ পিএম : | আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৫, ০২:২০ পিএম
শাহরাস্তি প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় জনগণের চরম ভোগান্তি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়টি জনবল সংকটের কারণে প্রায় সময়ই ফাঁকা থাকতে দেখা যায়। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে অবস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায় কম্পাউন্ডার মোঃ ইসমাইল হোসেন একাই চিকিৎসা দিচ্ছেন। এসময় তার কাছে জানতে চাইলে তিনি জানান, প্রাণিসম্পদ কর্মকর্তা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মিটিংয়ে রয়েছেন। কিছুক্ষণ পর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, মো, মাকসুদ আলম অফিসে এসে জানান, তার কার্যালয়ে ১১ জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও মাত্র ৩ জন দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এতে করে তাদের হিমসিম খেতে হয়। তিনি আরও জানান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার ৫ টি পদ খালি রয়েছে এছাড়াও অফিস সহকারী ও অফিস সহায়ক একজনও নেই। 

    জরুরী প্রয়োজন ও অফিস ঝাড়ু দেওয়া কাজটিও নিজেদের করতে হচ্ছে। দীর্ঘ দিন ধরেই চলছে জনবল সংকট বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সংকটের সুরাহা হয়নি। এদিকে জনবল সংকটের কারণে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে সাধারণ জনগণ। চিকিৎসা নিতে আসা অনেকেই জানান তারা যথাসময়ে চিকিৎসা সেবা না পেরে ভোগান্তিতে পড়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে