ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায় দীর্ঘ ১১মাস পর সার উৎপাদন শুরু হয়েছে শুক্রবার ভোরে।কারখানায় সার উৎপাদন শুরু হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একধরনের আনন্দ বিরাজ করতে দেখা গেছে।প্রতিদিন প্রায় পাচ কোটি টাকা মুল্যের ১২শত টন সার উৎপাদন করতে পারবে এই সারকারখানা জানিয়েছেন কর্তৃপক্ষ।
কারখানার ইউরিয়া সার উৎপাদন বিভাগসুত্রে জানা যায়,২০২৪ সালের ফেব্রুয়ারীতে গ্যাস সরবরাহ বন্ধ করার কারণে এইকারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।এরপর দীর্ঘদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানা আর উৎপাদনে ফিরতে পারেনি।বর্তমান অন্তবর্তী সরকার ক্ষমতায় এসে গত ১৫ নভেম্বর আশুগঞ্জ সারকারখানায় গ্যাস সংযোগ দেয়।১৫ নভেম্বরের পর কারখানার কর্তৃপক্ষ কারখানার কয়েকবার চালুর করার চেষ্ঠা করে ।সর্বশেষ শুক্রবার ভোর পাচটায় সার উৎপাদন শুরু করতে সক্ষম হয়।এ ব্যাপারে আশুগঞ্জ সারকারখানার উপ-মহাব্যবস্থাপক জলি বেগম আশুগঞ্জ সারকাখানার সার উৎপাদন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।কারখানার সিবিএর সাধারণ সম্পাদক আবু কাউসার বলেন,আশুগঞ্জ সারকারখানা দীঘ ১১মাস পর অনেক খাটকর পুড়িয়ে কারখানার সার উৎপা;দন শুরু করতে পেরে আমার মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।একারখানার প্রায় ১১শত কারখানার শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তাদের জীবন-জীবিকা এইকারখানর উপর নির্ভর। আমাদের অন্তবর্তী সরকারের কাছে দাবী এইকারখানায় যেন কোন অবস্থাতেই গ্যাস সংযোগ বিচ্ছিণ্ন করা না হয়।