মানবিক দৃষ্টি রক্তদান সংগঠন

বাজিতপুরে রক্তের গ্রুপ নির্ণয় ও সহযোগিতা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৩:০৩ পিএম
বাজিতপুরে রক্তের গ্রুপ নির্ণয় ও সহযোগিতা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা ছিলিমেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত মানবিক দৃষ্টি রক্তদান সংগঠনের সভাপতি এড. জহির উদ্দিন মোহাম্মদ আজীজ খান সাব্বিরের নির্দেশনায় বিভিন্ন বয়সের যুবক, যুবরা রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য এ সংগঠনে পরীক্ষা করেন। শতাধিক পুরুষ ও মহিলাকে মানবিক দৃষ্টি রক্তদান সংগঠন রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এছাড়া এ সংগঠনটি এতিম, হতভাগ্য, পুরুষ ও মহিলাদের সহযোগিতা করে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারিস খান আরিফ, সোনালী ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জুয়েল, শান্তানু, রূপক, সাখাতুর রহমান বাহার, স্বপন সাহা, মোঃ নয়ন শেখ, সহ-সভাপতি তামিম, মোঃ জুয়েল মিয়া, মোঃ রিয়াদ মিয়া, শিহাব। সার্বিক সহযোগিতায় ছিলেন জুম্মান হেলথ সেন্টারের কেমিস্ট ফখরুন্নেছা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে