তানোরে এসআইয়ের বিরুদ্ধে প্রবাসির জমিতে আলুচাষের অভিযোগ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৮ পিএম
তানোরে এসআইয়ের বিরুদ্ধে প্রবাসির জমিতে আলুচাষের অভিযোগ

রাজশাহীর তানোরে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) জোরপূর্বক আমেরিকা এক প্রবাসির জমি দখল করে আলু চাষ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে গত ২২ জানুয়ারী ভুক্তভোগী আহম্মেদ হোসেন রাজশাহী পুলিশ সুপার ও পুলিশ একাডেমির অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। এমন অভিযোগের চারদিনেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির ভবানীপুর গ্রামের আহম্মেদ হোসেন বহু বছর ধরে আমেরিকায় বসবাস করে আসছেন। তিনি সেখানে বসবাস করলেও মাদারীপুর বাজারের পাশে ভবানীপুর মৌজায় সাড়ে ৫ বিঘা পৈত্রিক সম্পত্তি রয়েছে তার। ওই সম্পত্তি আলু চাষে ভাড়া প্রদানের জন্য চারজন ব্যক্তির ফোন নম্বর দিয়ে তার প্রতিনিধির মাধ্যমে সাইনবোর্ড দেন তিনি। এঅবস্থায় বেশ কয়েক দিন আগে তার লোকজন মাধ্যমে ওই জমিতে জোরপূর্বক আলু চাষ করেন পুলিশের এসআই মতিউর রহমান লিটন। লিটনের বাড়ি তানোর পৌর এলাকার সোমাশপুর গ্রামে। তার পিতার নাম মো. সিরাজ উদ্দিন। তিনি পুলিশ একাডেমির রাজশাহীতে এসআই পদে কর্মরত। এবিষয়ে এসআই লিটনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তিনি বানেশ্বর এলাকার মোজাম্মেল হকের মাধ্যমে সেখানে বিগত দুই বছর ধরে আলু চাষের প্রজেক্ট করে আসছেন। তিনি কারও জমি দখল করেননি বলে ডিপ অপারেটরের সাথে কথা বলার পরামর্শ দেন। পরে উপজেলার কামারগাঁ ইউপির ভবানীপুর মৌজার ডিপ অপারেটর সেলিম রেজার মোবাইলে ফোন দেয়া হলে তিনি দাবি করেন, যেহেতু আহম্মেদ হোসেন আমেরিকা প্রবাসি। ফলে তাকে না পেয়ে ওই জমিতে আলু চাষের ভাড়ার টাকা আহম্মেদ হোসেনের ভাইদের দেয়া হয়েছে। এব্যাপারে রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমেরিকা প্রবাসির এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে জানান জানান তিনি। ই/তা

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে