“তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে হবে”

এফএনএস (মোঃ শওকত আলী শরীফ; নগরকান্দা, ফরিদপুর) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৯ পিএম
“তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে হবে”

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ঘরে ঘরে পৌছে দিতে হবে।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। তিনি আরো বলেন,ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে,যেখানে থাকবেনা অনিয়ম,দুর্নীতি লুটপাট।  

 বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা  আকরামুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের  সভাপতিত্বে    বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,  উপজেলা বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদ,সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুবদল নেতা হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ,রবিউল ইসলাম বাবু,  ওলামা দল নেতা মজিবর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে