নীলফামারীতে তারুণ্যের উৎসব উদযাপনে কর্মসূচি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৩:৫১ পিএম
নীলফামারীতে তারুণ্যের উৎসব উদযাপনে কর্মসূচি

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পরিবেশ অধিদপ্তর নীলফামারী নানা কর্মসূচি গ্রহণ করে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জিরো ওয়েস্ট ব্রিগেড নীলফামারী-এর সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরে পরিচালনা করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ২৪ জানুয়ারি সকালে জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও জিরো ওয়েস্ট ব্রিগেড এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের চৌরঙ্গীর মোড় হতে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে শেষ হয় । পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজ, জেলা রোভার স্কাউট, বিডি ক্লিন নীলফামারীর সদস্যবৃন্দ ও অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ । বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান বলেন,তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীতে নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থীসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য নীলফামারী গড়ে তুলতে চাই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে