বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার (২৪ জানুয়ারী) গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে থানা বিএনপির আয়োজনে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক নতুন, বিএনপি নেতা সাবক মেম্বার মুঞ্জুর মোর্শেদ, আব্দুল গফুর টুকু,
থানা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, মোহাব্বত আলী, মিনহাজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুর আলম, রয়েল, সাগর, মুকুল, সাদ্দাম, আসাদ, হালিম, সোহেল, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম হিরু, সদস্য সচিব সুজাউদ্দৌলা, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, আরাফাত, সম্রাট, উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার, সদস্য সচিব আব্দুর রহমান লেমন, স্বেচ্ছাসেবক দলনেতা সরোয়ার হোসেন, থানা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকি, সাধারণ সম্পাদক মোঃ তাসকিন ও ছাত্র দলনেতা শামীম হোসেন, থানা জিয়া পরিষদের সহসাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমিন সহ বিভন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।