বিজয় মিছিলে অংশগ্রহণকারীকে কুপিয়ে আহত

দেলদুয়ারে যুবলীগ নেতা গ্রেফতার

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৫:২১ পিএম
দেলদুয়ারে যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের দেলদুয়ারে যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩ দিনের অভিযানে বৃহস্পতিবার গাজিপুর জেলার কাশিমপুর থানার পানিশাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতবছরের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট উপজেলার পাথরাইল ইউনিয়নের পুঠিয়াজানী বাজারে ছাত্রজনতার অংশগ্রহণে বিজয় মিছিল বের হয়। ওই মিছিলে শুভকী গ্রামের হাফেজ মাওলানা আলাউদ্দিন অংশগ্রহণ করেন। এমন অভিযোগে সন্ধ্যায় শুভকী গ্রামে একা পেয়ে ওই গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ওই সময় এ ঘটনায় জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর জাহিদুল এলাকা ছেড়ে পালিয়ে যায়। 

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেব খান বলেন মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আলীর নেতৃত্বে ৫ সদস্যের পুলিশ দল গাজিপুর এলাকায় ৩ দিনের সফল অভিযানে জাহিদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে