১৭ বছরে সর্বোচ্চ সুদের হার বাড়ালো জাপান

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৭ পিএম
১৭ বছরে সর্বোচ্চ সুদের হার বাড়ালো জাপান

জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর সর্বোচ্চ পর্যায়ে সুদের হার বাড়িয়েছে। চলতি বছরে এটি তৃতীয়বারের মতো সুদের হার বৃদ্ধি পেল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এটি গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ সুদের হার।

বিওজে জানিয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির পূর্বাভাস পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের বোর্ড সদস্যদের ৮-১ ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে বোর্ড সদস্য তোয়োআকি নাকামুরা এর বিপক্ষে ভোট দেন।

বিওজের মতে, মুদ্রাস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে এবং আন্তর্জাতিক অর্থবাজার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। ২০২৫ অর্থবছরে মূল ভোক্তা মূল্যস্ফীতি ২.৪ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী ১.৯ শতাংশ পূর্বাভাস থেকে বেশি। একই সময়ে, দেশটির অর্থনীতি ১.১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

সুদের হার বৃদ্ধির পর জাপানি ইয়েন মার্কিন ডলারের বিপরীতে শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১৫৫.৩২ ইয়েনে পৌঁছেছে। পাশাপাশি, দুই বছরের জাপানি সরকারি বন্ডের (জিজিবি) মুনাফা বেড়ে ০.৭০৫ শতাংশে পৌঁছেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

বিওজ গভর্নর কাজুও উয়েদা সংবাদ সম্মেলনে জানান, সুদের হার বৃদ্ধির গতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করা হবে। তবে, চীনের অর্থনৈতিক মন্দা ও বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ বিবেচনায় রেখে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, বছরের শেষ নাগাদ আরও ০.২৫ শতাংশ সুদের হার বাড়ানো হতে পারে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW