রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সজল রাজবংশী কামরাঙ্গীরচরের ‘ইতি জুয়েলার্স’-এর মালিক। তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ৭০ ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা সাত-আটজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পরে দুর্বৃত্তরা তার বাঁ পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় সজলের ছোট ভাই জয় রাজবংশী বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘ঘটনার অন্তত ঘণ্টাখানেক আগে থেকেই বেড়িবাঁধ ট্রাফিক বক্স এলাকায় তিনটি মোটরসাইকেলে তিনজন অপেক্ষা করছিল। স্বর্ণ ব্যবসায়ীর মোটরসাইকেল সেখানে পৌঁছালে তিনটি মোটরসাইকেল সামনে গিয়ে তার গতিরোধ করে। আরও দুটি মোটরসাইকেলে চারজন পেছন থেকে এসে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।’
আহত সজল রাজবংশীকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এদিকে, একই রাতে রাজধানীর ধানমন্ডি ও কারওয়ান বাজার এলাকায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে একই চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।