রাউজানে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৫ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
রাউজানে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে দিনে-দুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের সময় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (৫০) চট্টগ্রাম শহরের খাতুনগঞ্জের শুঁটকি ব্যবসায়ী ছিলেন। এছাড়া, তিনি নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক এবং এলাকার একজন পরিচিত মুখ ছিলেন। তিনি নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম জুমার নামাজ পড়তে গ্রামের বাড়িতে আসেন। দুপুর ১টার দিকে মসজিদে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে বের হলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার কমিউনিটি সেন্টারের ম্যানেজার মো. আব্বাস (৩৯)।

প্রথমে দুর্বৃত্তরা লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তার মাথায় গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় আব্বাসও গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আব্বাস চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কামাল উদ্দিন জানান, হামলাকারীরা মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাযোগে এসে হামলা চালায়। তাদের সংখ্যা ছিল ১০ থেকে ১৫ জন। হামলার পরপরই তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশের ধারণা, হামলাকারীরা নোয়াপাড়া পথেরহাট এলাকা থেকে এসেছিল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এ হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে