বিরলে ধরে নেওয়া কৃষককে ফিরিয়ে দিল বিএসএফ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:৪২ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
বিরলে ধরে নেওয়া কৃষককে ফিরিয়ে দিল বিএসএফ

দিনাজপুর বিরল সীমান্ত থেকে আটকের ৬ ঘন্টা পর কৃষক আল আমিন রাজুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। কৃষক আল আমিন রাজু উপজেলার ধর্ম্মপুর ইউপি’র দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক আল আমিন রাজু শুক্রবার সকাল ৯ টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিল। এসময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানালে বিকাল সাড়ে ৩ টায় ৩২৩ নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আল আমিন রাজুকে ফেরত দেয়। বিএসএফ পতাকা বৈঠকে বর্ডার গাড বাংলাদেশ বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এবং ভারতের বিএসএফ এর পক্ষে ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার। 

লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম জানান, বিএসএফ মূলত সীমান্ত পারাপার কাজে সহায়তাকারী হতে পারে এমন ভুল বুঝাবুঝি থেকে আল আমিন রাজুকে ধরে নিয়ে যায়। আল আমিন রাজু একজন সাধারণ খেটে খাওয়া লোক আমরা এটা বিএসএফকে নিশ্চিত করেছি। তখন বিএসএফ আল আমিন রাজুকে আমাদের ফেরৎ দেয়। 

এভাবে কৃষক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় আতংক বিরাজ করছে এবং স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আতংকিত হওয়ার কিছুই নেই। বিজিবি সবসময় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত আছে। 

সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফএর প্রবেমের বিষয়ে কোন আলোচনা হয়েছে কি-নাএমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা বিএসএফকে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে