শরণখোলায় “প্রতিবন্ধীতাবান্ধব নারী-পুরুষ সমতাভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এ সভার আয়োজন করে।
উপজেলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। সিডিডি,র প্রজেক্ট ম্যানেজার সুবীর সাহার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনন্জয় মন্ডল, প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হ্সোাইন, রিংকু রানী প্রমূখ। শরণখোলা উপজেলা সদর রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সিডিডি তিন বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়নে কাজ করবে বলে সভায় জানানো হয়। “প্রতিবন্ধীতাবান্ধব নারী-পুরুষ সমতাভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন” বিষয় নিয়ে দিনব্যপী অনুষ্ঠিত উক্ত সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সুধীজন অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি এ প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।