তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বিকালে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ধামইরহাট উপজেলা বালক ফুটবল দল নওগাঁ পৌরসভা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করেন। এর আগে ধামইরহাট বালিকা ফুটবল দল বদলগাছি বালিকা দলের সঙ্গে ২-০ গোলে রানার্স আপ ট্রফি অর্জন করেন। প্রথম স্থান অধিকারি বালক ফুটবল দল এবং রানার্স আপ অর্জনকারি বালিকা ফুটবল দলের মাঝে ট্রফি প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. কামরুজ্জামান সরদার, উপজেলা বিএনপি নেতা এবং উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়িক ও সফল ক্রীড়া সংগঠক মো. হানজালা, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক রাজু, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার যুুগ্ম সম্পাদক মেহেদী হাসান, ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক প্রমুখ উপস্থিত ছিলেন।