কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াসিন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এমদাদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূঁইয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ১৫ কেজি গাঁজা, ০৫ বোতল ফেনসিডিল এবং ০২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার এমদাদ জানান, গত ৪ সেপ্টেম্বর ২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুরের সকল জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার কচুয়া উপজেলায় অভিযান পরিচালনা করে একজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইয়াসিনকে কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।