হোমনায় যুব স্বেচ্ছাসেবী ফোরামের নতুন ইউনিয়ন কমিটির পরিচিতি সভা

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৮:০৬ পিএম
হোমনায় যুব স্বেচ্ছাসেবী ফোরামের নতুন ইউনিয়ন কমিটির পরিচিতি সভা

কুমিল্লার হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের ইউনিয়ন কমিটি গঠন শুরু করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার "এসো  মিলি প্রাণের টানে, মানবিক বন্ধনে" এই স্লোগানে যুব স্বেচ্ছাসেবী ফোরাম মাথাভাঙ্গা ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ে হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা মো. সাঈদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন। সাংবাদিক আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মো. তারিকুল ইসলাম তারেক, মো. তাইজুল ইসলাম মাষ্টার, হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম এর সদস্য  মো. সালমান চৌধুরী, মো. সৌরভ আহম্মেদ, মো. শাহপরান, মো. আলামিন ও মো. আকরাম হোসেন প্রমুখ। 

পরে মাথাভাঙ্গা ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবী ফোরামের ৩২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে