৫৪ তম বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০১:১৪ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
৫৪ তম বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে ৫৪ তম বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ বাউফল প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে সুলতানাবাদ  যুবসমাজ । শুক্রবার ( ২৪ জানয়ারী) রাত সাড়ে আটটায় নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নেশা কে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি। বর্তমান প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ার দৃঢ় প্রত্যায়ে বাউফল পৌরসভা তরুণ যুব সমাজ কর্তৃক আয়োজিত মাসব্যাপী  এ খেলায় দেশী--বিদেশি অনেক নামকরা খেলোয়াড় বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাউফল  উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডঃ শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান সাধারণ সম্পাদক ডাঃ জসিম উদ্দিন  সহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনমুগ্ধকর এ খেলায় বাউফল প্রেস ক্লাবের সদস্য অসমর্থকরা সেজেছিল বর্ণাঢ্য সাজে। দর্শকদের  সমাগমে খেলার মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে