দীর্ঘ এক যুগ পর পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রফিকুল ইসলাম সভাপতি সাইদুল ইসলাম বুরুজ সাধারণ সম্পাদক ও মোতালেব হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ৩ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে উৎসব মুখর পরিবেশ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ৫৬৭ জন কাউন্সিলরের (ভোটার) মধ্যে ৫৪৪ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে রাত সোয়া ৯ টায় প্রধান নির্বাচন কমিশনার বিএনপি নেতা এডভোকেট মির্জা আজিজুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম পান ৪১৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রাথী আশরাফুল আলম স্বপন পেয়েছেন ১৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম বুরুজ পান ৩০৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর রহমান শাহিন পেয়েছেন ২২৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোতালেব হোসেন পান ২১৩ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মধু সরকার পেয়েছেন ১৮৫ ভোট। এর আগে সকাল ১০ টায় সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র আহবায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। পৌর বিএনপি'র আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খাঁন মন্টু, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন,উপজেলা বিএনপি'র আহবায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ প্রমুখ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি'র সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ।