ময়মনসিংহের গফরগাঁওয়ে পুনঃ নির্মিত মসজিদ উদ্বোধন উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলায় পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া পালের বাজারে এ মসজিদ উদ্বোধন করা হয়। মাওলানা মোজাম্মেল হক শামীমের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ্ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট খালিদ হোসেন টিপু ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়াস কুরুনী। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাডঃ আল ফাতাহ্ খান। অনুষ্ঠানে ওয়াজ করেন কিশোরগঞ্জে পাগলা মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি খলিলুর রহমান, ঢাকা জামিয়া রহিমিয়া জমিরিয়া মহাপরিচালক ডক্টর শহিদুল্লাহ ইব্রাহিম উজানবী, ঢাকা দক্ষিণ খান সরদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম, চর শাঁখচূড়া নামাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হুদা প্রমুখ। মাহফিল শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন সিলেটের হবিগঞ্জে পীরের কামেল হযরত মাওলানা আব্দুল মজিদ।