শনিবার সকাল ১১টায় দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারোল উপজেলার কাহারোল হাটে গিয়ে দেখা গেছে, মসলা ও পেঁয়াজের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। দোকানদারা তাদের মসলার দোকানে বস্তায় ভরে উন্মুক্ত করে বিভিন্ন দোকানে বিক্রি করছে। ২০০গ্রাম থেকে শুরু করে ১ কেজি পর্যন্ত বিক্রি করছে এই সকল দোকানদার। নাম না প্রকাশ করার শর্তে এক ব্যবসায়ী জানান, রানী বন্দরের কতিপয় দোকানদার সৈয়দপুর থেকে এই সকল পলিথিন ক্রয় করে এনে কাহারোল হাটে দেদারচ্ছে বিক্রি করছে। মাঝে মধ্যে প্রশাসনের অভিযান দেখা গেলোও প্রায় ২মাস থেকে প্রশাসনের নজরদারী না থাকায় এই ব্যবসা তারা চালিয়ে যাচ্ছে। অধিক মুনাফা লাভের আশায় এই ব্যবসা চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। শনিবার সকাল ১১টা ৭ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীনের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে যাতে করে বাজারে পলিথিন বিক্রি করতে না পারে অবৈধ পলিথিন ব্যবসায়ীরা।