দৌলতপুরে গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০১:৩৭ পিএম
দৌলতপুরে গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরের আল্লার দর্গা যুব পরিষদ আয়োজিত গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্টএর সপ্তম খেলা  শুক্রবারে বিকালে অনুষ্ঠিত হয়। আয়োজিত বি, সি, কে ফুটবল একাদশ  বনাম চাপায় নবাবগঞ্জ এর মধ্যে  খেলায়  বি, সি, কে ফুটবলএকাদশ ২ - ০ গোলে জয়লাভ করে। উক্ত খেলায় আলহাজ্ব বিল্লাল হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথি  থেকে পুরুষ্কার, ট্রফি তুলে দেন সেরা খেলোয়াড়  কে দৌলতপুর  থানা  বি,এন,পির আহবায়ক কমিটির সদস্য  মোঃ শামীম রেজা। এ সময় উপস্থিত ছিলেন  বিএন পি নেতা  মাহাবুব লসকর, আরিফুল ইসলাম আরিফ, মোঃ বদিউজজামান কোরাইশি, মনি লসকর, মোঃ সবুর মোল্লা, মোঃমাহাবুবুর রহমান, মোঃ শফিউল ইসলাম  শফি, মোঃ মাহাবুল মোল্লা, মোঃ মহসিন আলী,মিঠুশেখ সহ স্থানীয়  বিএনপি নেতৃবৃন্দ।  এ খেলায় বিপুল সংখ্যক দর্শক  সমাগম ঘটে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে