বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, "বিগত সরকার জনগণের অধিকার হরণ করেছে, হত্যা, গুম এবং দমন-পীড়নের মাধ্যমে দেশ পরিচালনা করেছে। এ ধরনের অগণতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে আমাদের সরকার কাজ করে যাবে।"
পথসভায় মাহফুজ আলম জুলাই বিপ্লবে চাঁদপুরে আহত ও শহীদদের স্মরণ করেন। তিনি আরও বলেন, "বাংলাদেশে দিল্লিপন্থিদের আর কোনো স্থান নেই। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না।" তার ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং জনগণের আন্দোলনের মাধ্যমে তা উৎখাত করা হয়েছে।
তিনি জানান, সরকার এখন রাজনৈতিক সংস্কার এবং নতুন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের সংস্কারের পাশাপাশি সকল রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে।
এদিন বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমের সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় জনগণ তাকে সংবর্ধনা দেয় তার ভূমিকার জন্য।