কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদরের মানিকদী ব্রীজের এপাড় ও ওপাড়ে স্টীল বডি নৌকা দিয়ে প্রতিদিন বালু আনলোড করছে অসাধু স্টীল বডি ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীরা। বালু উত্তোলন হলেও প্রশাসন কোন ভূমিকা নেই বলে এলাকায় অভিযোগ রয়েছে। মানিকদী ব্রিজের ওপাড়ে স্থানীয় একজন প্রভাবশালী মেম্বার এই ব্যবসাটি করে আসছেন দীর্ঘদিন ধরে। এই ব্রিজের অবস্থা খুব একটা ভালো নয় বলে পথচারীদের অভিযোগ। কুলিয়ারচর সদর ইউনিয়ন ভূমি অফিস হতে ১০০-২০০ গজ দুরে স্টীল বডি নৌকা দিয়ে আনলোড করছে ব্যবসায়ীরা। অন্যদিকে, পৌর সদর ছাড়াও উসমানপুর সহ সব কয়টি ইউনিয়নে বিভিন্ন পুকুর ও প্রজেক্ট থেকে অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে গেলেও প্রশাসনের ভূমি নেই বলে এলাকাবাসীর মন্তব্যের শেষ নেই।