জমি সংক্রান্ত জেরে বৃদ্ধ ভাসুর'কে নির্যাতনের অভিযোগ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০২:৪৪ পিএম
জমি সংক্রান্ত জেরে বৃদ্ধ ভাসুর'কে নির্যাতনের অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ ভাসূর'কে ঘরের মধ্যে আটকে সীমাহীন শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। চিতলমারী উপজেলার চর চিঙ্গড়ী গ্রামে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। ভিকটিম মোঃ হায়াত আলী ফকির (৬৫) জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি প্রায় ৪০ বছর ধরে ভাগাভাগি করে আপন দুই ভাই ভোগ করছি। আমার ভাগের জমিতে ধান বা অন্য ফসল ভালো না হওয়ার কারণে সেখানে গাছ রোপণ করি। অপরদিকে আমার ছোট ভাই শারাফাত তার জমিতে ধান চাষ করে। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার ছোট ভাইয়ের মৃত্যু হয়। এরপর থেকে ছোট ভাইয়ের স্ত্রী লাকি বেগম আমার গাছের ভাগ দাবি করে। আমি রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে অত্যাচার ও হয়রানি করে চলেছে সে। শুক্রবার ওই গাছের ভাগ চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এরমধ্যে লাকি বেগম সহ তার মেয়ে ইশা খানম ও ছেলে সোহান আমাকে জোর করে টেনে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে সীমাহীন মারপিট করা সহ অনেক গুলো দাড়ি টেনে ছিঁড়ে ফেলে। একপর্যায়ে আশপাশের লোকজন ওই ঘরের জানালা ভেঙ্গে ভেতরে ঢ়ুকে আমাকে উদ্ধার করে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। ওই ঘটনার বিচার দাবি করেছেন, ভিকটিমের স্ত্রী সেলিনা বেগম, ছেলে মোঃ রিয়াদ ফকির, স্থানীয় সাইফুল ও প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষার্থী মোঃ হৃদয় সহ অনেকে। এবিষয়ে লাকি বেগম ও তার সন্তানরা প্রথমে বক্তব্য দিতে রাজি না হলেও পরে বলেন, ঘরের মধ্যে আমরা আনি নাই, উনি (হায়াত আলী ফকির) আমাদের ঘরে ঢ়ুকে দরজা বন্ধ করে আমাদেরকে মারপিট করছিলো। তখন ঘরের বাইরে থেকে লোকজন মনে করছে আমরা হয়তো তাকে মারছি, তাই জানালা ভেঙ্গে ঘরে ঢ়ুকে তারাও আমাদেরকে মেরেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে