শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী এবং তাঁর ছেলে আরাফাত রহমান কোকো এর ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়ে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া খায়েরের আয়োজন করে বিরল উপজেলা তাঁতীদল। শহীদ জিয়া ও খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এর ২৪ জানুয়ারী ২০২৫ শুক্রবার ১০ম মৃত্যুবার্ষিকী ও ১৯ জানুয়ারি ২০২৫ শহীদ জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২ টি ইউনিয়ন ও বিরল পৌর এলাকার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং তাঁদের কর্মময় জীবন ভিত্তিক আলোক চিত্র প্রদর্শনী প্রদর্শন করা হয়। শুক্রবার বিরল পৌরশহরের ৭ নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন, নুর ইসলাম বাচ্চু, পৌর বিএনপি’র সহ-সভাপতি আসাদুল হক হীরা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শান্তা ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ১০নং ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা তাঁতীদলের সদস্য মাসুদ রানা প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দোয়া খায়ের ও তাঁদের কর্মময় জীবন ভিত্তিক আলোক চিত্র প্রদর্শনী প্রদর্শন করা হয়।