পাবনার চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক আমাদের বড়ালের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও মিষ্টিমুখ করা হয়। দৈনিক আমাদের বড়ালের সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর প্রিন্সিপ্যাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালু,একুশে টিভি’র পাবনাস্থ স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,দৈনিক আমাদের বড়ালের বার্তা সম্পাদক এম এ জিন্নাহ,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।