সৈয়দপুরে আরাফাত রহমান কোকো'র মৃত্যুবার্ষিকী পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৩ পিএম
সৈয়দপুরে আরাফাত রহমান কোকো'র মৃত্যুবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে মরহুম আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।  সাংবাদিক মোঃ মাইনুল হকের উদ্েেদ্গ আয়োজন করা হয় দোয়া,মিলাদ মাহফিল ও আলোচনা সভা। ২৪ জানুয়ারি সৈয়দপুর বাসটার্মিনালে নিউ রওশন আরা প্লাজার দ্বিতীয় তলায় এর আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। এ সময় তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র স্নেহের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ি,সুধীজনসহ অনেকে। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাবেক সহ সভাপতি মাওলানা মোঃ আজিজুল ইসলাম কাজল। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ মাইনুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে