রংপুরে আব্দুল্লাহ সরকারের মতবিনিময় সভা

এফএনএস (সোহেল সানী, পার্বতীপুর, দিনাজপুর) :
| আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৫ পিএম | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৫:১৮ পিএম
রংপুরে আব্দুল্লাহ সরকারের মতবিনিময় সভা

আসন্ন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে অর্থ সম্পাদক পদে প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সরকার বলেন, শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাবো, শ্রমিকদের বাঁচার মত ন্যায্য মজুরী, মানবিক অধিকার ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ আহতদের সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবো। আপনারা আমার পাশে থাকুন। আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদের অধিকারে লক্ষ্যে কাজ করবো। আজ শনিবার (২৫ জানুয়ারী) সকালে আমেরিকান ক্যাম্প মাইক্রো স্টানে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মো. নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রবিউল ইসলাম বাবু, মন্মথপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. এনামূল হক, পৌর যুবদলের ৬নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল রানা সুজন, আমেরিকান ক্যাম্প মসজিদের ইমান মাওলানা বারেক হোসেন, পৌর যুবদলের সদস্য আল মামুন ও হাসিনুর রহমান প্রমুখ। এছাড়াও রংপুর ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সাবেক প্যানেল মেয়র মো. মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, ৬ বছর পর রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এ সংগঠনের ১ হাজার ৭৪৯ ভোটার তারা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে