চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বপ্ন সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববাব দিবাগত রাত সোয়া ১১ সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সুপার শপের ৭ লাখ টাকার পণ্য পুড়ে গেছে বলে জানিয়েয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আতিয়ার রহমান জানান, স্বপ্ন সুপার শপে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১ টার সমায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে সুপার শপের কমপক্ষে ৭ লাখ টাকার বিভিন্ন পণ্য পুড়ে নষ্ট হয়েছে। তবে প্রায় ৪২ লাখ টাকার পণ্য উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আতিয়ার রহমান বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।