সুজানগরে বসতবাড়ীর বেড়া ও গেট ভেঙে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৩০ পিএম
সুজানগরে বসতবাড়ীর বেড়া ও গেট ভেঙে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা

পাবনার সুজানগরের ভবানীপুর গ্রামের (সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন) মোঃ মোস্তাফিজুর রহমান সুমনের বসতবাড়ীর নিরাপত্তা বেড়া ও গেট (টিনের) ভেঙে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। শুক্রবার সন্ধ্যা রাতে  এই ঘটনা ঘটে। জানা যায়, গত ৩বছর আগে মোস্তাফিজুর রহমান সুমন  সুজানগর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন ভবানীপুর মৌজায় জায়গা কিনে বাড়ি করেন। আর ওই বাড়ি করার পর থেকেই অজ্ঞাত কারণে তার নিকট আত্মীয় পাবনা সদর উপজেলার কামারডাঙ্গা গ্রামের মোঃ হুমায়ুন কবির কমল ও আরো আত্মীয়-স্বজনের সাথে বিরোধ দেখা দেয়। বেশ কিছুদিন হলো একই কারণে হুমায়ুন কবির কমল ভবানীপুর গ্রামের রহমত আলী শেখের বাড়িতে অবস্থান করে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। মোস্তাফিজুর রহমান সুমনের অভিযোগ এরই  জের ধরে শুক্রবার সন্ধ্যা রাতে কমলসহ ৫/৭ জন দুস্কৃতিকারী ফিল্মি স্টাইলে তার ওই বসতবাড়ীর নিরাপত্তা বেড়া ও গেট ভেঙে ভ্যানে করে নিয়ে যায়। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে