রমজানে বাজারে অস্থিরতা যেন সৃষ্টি না হয়

সম্পাদকীয় : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:১০ পিএম
রমজানে বাজারে অস্থিরতা যেন সৃষ্টি না হয়

সারা বিশ্বের মুসলমানের কাছেই রমজান একটি অত্যন্ত পবিত্র মাস। বাংলাদেশও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানেও রমজানে বিশেষ উৎসাহ-উদ্দীপনা আসে মানুষের জীবনে। এ সময়েই আমরা আবার লক্ষ করি, বাজারে বেশকিছু নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। প্রতিবারই এটি ঘটতে দেখা যায় এবং মনে হয়, এর কোনো প্রতিকার নেই। অথচ বিশ্বের অনেক মুসলিম দেশে রমজানে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম কমানোর ব্যবস্থা করেন। রমজানে সব জিনিসের চাহিদা বেড়ে যায়, এটা কিন্তু ঠিক নয়। নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা অনেক বাড়তে দেখা যায়। সেসব পণ্যেরই দাম বৃদ্ধি পায় বেশি। এজন্য ভোক্তাদেরও অনেক ক্ষেত্রে দায়ী করা হয়। বাজারে পণ্যসামগ্রীর সরবরাহ স্বাভাবিক থাকার পরও অনেক ভোক্তাকে দেখা যায় রমজান শুরুর আগেই অহেতুক পণ্যসামগ্রী কিনে ঘরে এনে জমা করতে। এতে বাজারে এক ধরনের সংকট সৃষ্টি হয় এবং এর সুযোগে কিছু ব্যবসায়ী ওইসব পণ্যের দাম বাড়িয়ে দেন। ভোক্তারা বুঝতে পারেন না, তাদের এমন আচরণের কারণে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এতে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। এজন্য আগে থেকে প্রচারণা চালাতে হবে। ব্যবসায়ী নেতারা, সেই সঙ্গে মিডিয়া এ বিষয়ে জনমত গড়ে তুলতে পারে। রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি হারে বেড়ে যায়, সেগুলোর আমদানি যেন কোনোভাবে ব্যাহত না হয়। অন্যান্য পণ্যের আমদানি কমিয়ে দিয়ে হলেও এ সময়ে বাজার শান্ত রাখার ব্যবস্থা করতে হবে। ঠিকমতো আমদানি হওয়ার পরও সরবরাহ প্রক্রিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়ে থাকে। সে কারণেও সংকট দেখা দেয় এবং অস্থিরতার সৃষ্টি হয়। ভুল রিপোর্টিংয়ের কারণেও পণ্যসামগ্রীর বাজারে অস্থিরতা সৃষ্টি হয়ে থাকে। বাজার বিশ্লেষকেরা বলছেন, আমদানি ও সরবরাহ পরিস্থিতি ঠিক থাকলেও স্থানীয় বাজারে কারসাজির কারণে অনেক সময় পণ্যের দাম বেড়ে যায়। এমনকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ দেখিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়। তখন কোনো নির্দিষ্ট পণ্যের কৃত্রিম সংকট তৈরি হয়।এদিকে মিডিয়া পরিচালনাকারীদের সুদৃষ্টি রাখতে হবে। সরকার টিসিবির মাধ্যমে কিছু জরুরি পণ্য বিক্রির ব্যবস্থা করে কম দামে। এ সময়ে এই কার্যক্রম বাড়াতে হবে। তালিকায় নতুন পণ্যসামগ্রী যোগ করতে হবে রমজানে। টিসিবির কার্যক্রম নির্দিষ্ট কিছু শহর এলাকায় সীমাবদ্ধ বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগ অন্তত রমজানে যাতে না ওঠে, সে ব্যবস্থা করতে হবে। সুতরাং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে