মুলতানে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই দলের ব্যাটিং বিপর্যয়ের ফলস্বরূপ, এক দিনেই পড়েছে ২০টি উইকেট।
প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই বিপদে পড়ে। পাকিস্তানের স্পিনাররা দাপট দেখাতে থাকেন, বিশেষ করে বাঁহাতি স্পিনার নোমান আলি ইনিংসের ১১তম ওভারে হ্যাটট্রিক তুলে নেন। তিনি ফেরান জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক ও কেভিন সিনক্লেয়ারকে। তারপর একে একে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের আরো উইকেট। দলের সর্বোচ্চ ৫৫ রান করেন গুদাকেশ মতি, তবে দলের সংগ্রহ শেষ পর্যন্ত ১৬৩ রানে গিয়ে থামে। পাকিস্তানের স্পিন আক্রমণ ছিল খুবই কার্যকর, যেখানে নোমান আলি ৬টি উইকেট শিকার করেন।
তবে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে শেষ হয়। ১৬৩ রান তাড়া করতে নেমে, পাকিস্তান মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায়। শান মাসুদ (১৫) ও কামরান গুলাম (১৬) ব্যর্থ হন, এবং ৫১ রানে ৪ উইকেট হারানোর পর ৬৮ রানের জুটি গড়ে একটু আশা দেখান মোহাম্মদ রিজওয়ান (৪৯) এবং সৌদ শাকিল (৩২)। কিন্তু এরপর আবার পাকিস্তানের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে, এবং তারা ১৫৪ রানে অলআউট হয়ে যায়। এই ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা চমকপ্রদ পারফরম্যান্স দেখান, বিশেষ করে জোমেল ওয়ারিক্যান ৪টি উইকেট নেন এবং গুদাকেশ মতি ৩টি উইকেট শিকার করেন।
দ্বিতীয় ইনিংসে ৯ রানের লিড নিয়ে ব্যাট করতে নামবে ওয়েস্ট ইন্ডিজ, এবং এই মুহূর্তে সিরিজের ভাগ্য নির্ধারণের জন্য দুটি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে।