আমির খান, সালমান খানের নায়িকা মমতা কুলকার্নি এখন সন্ন্যাসী

এফএনএস বিনোদন : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৩০ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
আমির খান, সালমান খানের নায়িকা মমতা কুলকার্নি এখন সন্ন্যাসী

বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি, যিনি অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, সঞ্জয় দত্তের মতো তারকা অভিনেতাদের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন, এখন ধর্মের পথে চলছেন। সম্প্রতি তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তাঁর নতুন নাম হয়েছে—শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি।

গত শুক্রবার মহাকুম্ভের কিন্নর আখড়ায় 'মহামণ্ডলেশ্বর' রীতিতে সন্ন্যাস গ্রহণ করেন মমতা। এই রীতির মাধ্যমে তিনি পিণ্ডদান করেন এবং তাঁর নতুন নামকরণ করা হয়। সন্ন্যাস গ্রহণের সময় তাঁকে গেরুয়া বসন পরিহিত এবং গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে মমতার সন্ন্যাস গ্রহণের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে একেবারে অচেনা রূপে দেখে ভক্তরা অবাক হন।

এ সময় তিনি কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখড়ার আচার্য স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গেও সাক্ষাৎ করেন। ধর্মগুরুরা সন্ন্যাসী মমতাকে সনাতন ধর্মের পথ অনুসরণ ও ইতিবাচক জীবনযাপনের বার্তা দেন, যা নিয়ে তিনি এখন মনোযোগী হয়েছেন।

নব্বইয়ের দশকে মমতা কুলকার্নি বেশ কিছু সাহসী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। 'করণ অর্জুন', 'চায়না গেট', 'তিরঙ্গা', 'আশিক আওয়ারা', 'বাজ়ি', 'সাবসে বড়া খিলাড়ি'সহ একাধিক সফল সিনেমার জন্য আজও তাঁর অভিনয় স্মরণীয়। তবে, কিছু দিন তিনি ভারতের বাইরে ছিলেন এবং কেনিয়ায় মাদক চক্রের সঙ্গে নাম জড়ানোর পর ২৫ বছর পর দেশে ফিরে আসেন।

এখন সন্ন্যাস গ্রহণের মাধ্যমে মমতা তাঁর জীবনকে নতুন পথে পরিচালিত করতে চান, যেখানে তিনি সমাজের প্রতি ইতিবাচক বার্তা পৌঁছানোর দিকে মনোনিবেশ করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW