ইবিতে বিভাগের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন

এফএনএস ( মো. রানা আহম্মেদ (অভি); ইবি, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৩:১৭ পিএম
ইবিতে বিভাগের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম পুনরায় ‘এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমান হাসান শোভন বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময় স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আমাদের বিভাগের নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আমরা যে নামে ভর্তি হয়েছি, সেই নামই পুনর্বহাল চাই। এটি আমাদের অধিকার।” আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, “আমাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে। তা না হলে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। ভবিষ্যতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।” প্রসঙ্গত, এর আগে গত ২৪ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে বিভাগের শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় তারা। পরবর্তীতে, প্রশাসনের কনফারেন্স রুমে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আপনার জেলার সংবাদ পড়তে