রাজশাহীর বাঘায় প্রধান শিক্ষক আনিসুর রহমানের পদত্যাগের দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেন। বুধবার (২৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় বাউসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এই বিক্ষোভ ও সমাবেশ করেন। আনিসুর রহমান বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক। এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য, অনিয়ম, দূর্নীতি, অনৈতিকভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন। টাকার বিনিময়ে বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু লোক নিয়োগ করা হয়। এই টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের দাবি করা হয়। এতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক আনিসুর রহমানের বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদে বিএনপির সমর্থিত তিনজন ও জামায়াতের সমর্থিত এক আবেদন করেছেন। বিএনপির নেতামকর্মীরা দাবি করেন তাদের তিনজনের নাম শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে। এদিকে জামায়াতের আবেদনকারীর আবেদন যুক্তিযুক্ত হলে তার নামও বোর্ডর প্রেরনের জন্য বলেন। এদিকে বিএনপির নেতার দাবি মেনে না নেওয়ায় তারা বিক্ষোভ ও সমাবেশ করেন বলে প্রধান শিক্ষক জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি।