চাটমোহরে মাদকবিরোধি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৫:১৪ পিএম
চাটমোহরে মাদকবিরোধি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

“খেলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল,নেশা ছেড়ে কলম ধর,মাদকমুক্ত সমাজ গড়’ এই শ্লোগান নিয়ে মাদকবিরোধি সচেতনতা  বৃদ্ধির লক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধি প্রীতি ফুটবল খেলা। চাটমোহর উপজেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় একাদশ ও পাকপাড়া আলিম মাদ্রাসা একাদশ। খেলায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় ৫-১ গোলে পাকপাড়া আলিম মাদ্রাসাকে পরাজিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতিকুর রহমান,একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,অধ্যক্ষ আঃ রউফ,আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী,বিএনপি নেতা আবু হানিফ,সোহেল রানা,ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে