গোলাম পরওয়ার

ইমামদরেকে শুধু মসজদিে নয় সমাজরেও দায়ত্বি পালন করতে হবে

এফএনএস (সয়ৈদ জাহদিুজ্জামান; দঘিলয়িা, খুলনা) : : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৬:০৭ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ইমামদরেকে শুধু মসজদিে নয় সমাজরেও দায়ত্বি পালন করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শুধু মসজিদে নয় ইমামদের সমাজের দায়িত্বও পালন করতে হবে। দ্বীনের বিজয়ের জন্য ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই। দীর্ঘ ১৫ বছর এদেশে আলেম-ওলামাদের ওপর চরম জুলুম নির্যাতন চালানো হয়েছে। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অতীতে অনেক নবীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। বাংলাদেশেও জামায়াতের নেতাকর্মীসহ অসংখ্য আলেম-ওলামাদের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে বিনা বিচারে হত্যা করা হয়েছে। দেশের শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, ইনশাআল্লাহ। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার চাষী কল্যাণ ট্রাস্ট চত্বরে ইমাম ও খতিব সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। ফুলতলা উপজেলা আমীর আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাওসুল আযম হাদী, শেখ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা গোলাম মোস্তফা আল মুজাহিদ, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মাওলানা শেখ ওবায়দুল্লাহ, মাওলানা সাইফুল হাসান খান, মুন্সি আব্দুস সামাদ, মুফতি নূর মোহাম্মদ, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুস সবুর, মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা সেলিম রেজা, ইউপি সদ্য হাফেজ মো. গোলাম মোস্তফা প্রমুখ। এর পূর্বে সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্থানীয় জামায়াতের উদ্যোগে মশিয়ালী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও যুগ্নিপাশা দাখিল মাদ্রাসার চত্বরে এবং দুপুর ১২টায় দক্ষিণডিহি মন্ডপে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে