ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬নং ইউনিয়নের ছনকান্দা মিলন বাজার এলাকায় ক্রয়কৃত জমিতে নির্মাণাধীন ঘর ঘুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মোঃ রজব আলী ছনকান্দা মৌজায় ৬ শতাংশ ৮২ পয়েন্ট জমি ক্রয় করে একটি ঘর নির্মাণ করে বসবাস করছেন । গত ২৪ জানুয়ারি নির্মাণাধীন বাড়িতে কোন লোকজন না থাকায় প্রতিবেশি মোঃ আব্দুল্লাহ আল সুমন (৩৬) গংরা জমি বেদখলে ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্র -সস্ত্রে হামলা ও ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এমতাবস্থায় অভিযুক্তরা ঘর ঘুড়িয়ে দিয়ে গত ২৫ জানুয়ারি জমিতে বোরো ধান রোপন করেন। এতে অভিযুক্তদের নিষেধ করায় ভুক্তভোগী পরিবারকে তারা প্রাণ নাশের হুমকি দেন। সরেজমিনে গিয়ে দেখাযায়, নির্মাণকৃত টিনের ছাপড়া ঘর ঘুড়িয়ে দেওয়া হয়েছে। ভরাটকৃত জমির বালু উঠিয়ে ওই জমিতে ধান রোপণ করা হয়েছে। বালুগুলো রাস্তার পাশেই বিল্ডিংয়ে রাখা রয়েছে। এ বিষয়ে মোঃ রজব আলী জানান, আমি অনেক কষ্ট করে বছর খানেক আগে জমি কিনেছি। সেখানে ঘর নির্মাণে বালু দিয়ে ভরাট করে আপাতত থাকতে একটা ঘর তুলেছি। তারা আমার ঘর, বালুসহ সব লুটপাট করে নিছে। প্রতিবেশী মোছাঃ কানিছ ফাতেমা মিলির হুকুমে এগুলো হচ্ছে সে- ই নাটের গুরু । আমি এ সন্ত্রাসী হামলা ও লুটপাটের বিচার চাই। তবে এ বিষয়ে অভিযুক্ত মোছাঃ কানিছ ফাতেমা মিলি এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রাগান্বিত হয়ে উঠে জানান জমি যার কাছ থেকে কিনছে সেখানে কথা বলেন। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার তদন্তকারী অফিসার এস আই শামীম বলেন, ঘটনাস্থল পরির্দশন করি এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করি প্রতিপক্ষ লোকজন ঘরসহ সকল মালামাল নিয়ে গেছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।