রংপুরের পীরগাছায় সুশীল সমাজ ও উপদেষ্টা পরিষদের আহবানে স্থানীয় গনমাধ্যম কর্মীদের একভূত করণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে স্থানীয় পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও প্রেসক্লাব পীরগাছার উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা। এ সময় বক্তারা, পেশাদার ও মূল ধারার স্থানীয় গনমাধ্যম কর্মীদের একভূত করণের জন্য আহবান জানান। এতে পীরগাছার কর্মরত পেশাদার গনমাধ্যম কর্মীরা একমত প্রশন করেন। এতে আমিনুল ইসলাম স্বপনকে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়নের জন্য দায়িত্ব দেয়া হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য, পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন, দর্শন বিভাগের প্রধান মোত্তালেব হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, চন্ডিপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ছামসুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক মুকুল মিয়া, প্রেসক্লাবের আহবায়ক শাহ কামাল ফারুখ লাবু, সদস্য সচিব শাহজাহান সিরাজ মাসুদ, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল হক মুন্সি, এম খোরশেদ আলম, হারুন অর রশিদ, তাজরুল ইসলাম প্রমুখ।